Quantity : 150 gm
পোকা-মাকড় ও মশা থেকে সুরক্ষা পেতে নিম তেলের জুড়ি নেই। তাই ডেঙ্গু প্রতিরোধে নিমের তেল অত্যন্ত কার্যকর।
নিমের তেলে অ্যান্টি-অক্সিডেন্ট বিদ্যমান। এটি ত্বকের জন্যে খুবই উপকারি। ত্বকে সহজে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এই তেলের ফ্যাটি এসিড ত্বকের সাথে মিশে একে আরো নমনীয় করে তোলে, ত্বকের লাল দাগ সমূহ দূর করে, ব্রণের ক্ষত সারিয়ে তোলে। নিমের তেল এগজিমা প্রতিরোধ করে। এছাড়াও এটি ত্বকে মেলানিন তৈরিতে বাঁধা দেয়। নিমের তেল মাথার তালুর শুষ্কতা দূর করতে সাহায্য করে। এই তেল মাথায় দিলে খুশকি দূর হয়। যাদের মাথার তালুতে ব্রণের সমস্যা আছে তারা এই তেল মাথায় দিতে পারে। যাদের মাথার চুল বেশি তৈলাক্ত তারাও এই তেল মাথায় লাগাতে পারে। চুলের রুক্ষতা দূর করতে নিমের তেল খুব ভাল কাজ দেয়। নিয়মিত মাথায় এই তেল লাগালে চুল পড়া বন্ধ হয়। যাদের মাথার তালুতে চুলকুনির সমস্যা আছে তারা নিমের তেল ব্যবহার করলে উপকার পাবেন।।